Khoborerchokh logo

রংপুরে সাতমাথা কনজুমার্স কো-অপারেটিভ সোসাইটি লিঃ কর্তৃক ত্রাণ বিতরণ 413 0

Khoborerchokh logo

রংপুরে সাতমাথা কনজুমার্স কো-অপারেটিভ সোসাইটি লিঃ কর্তৃক ত্রাণ বিতরণ

রংপুর ব্যুরো 
রংপুর বিভাগীয় শহরের সাতমাথায় অবস্থিত সাতমাথা কনজুমার্স কো-অপারেটিভ সোসাইটি লিঃ কর্তৃক রংপুর সদর ও মহানগরীর  কয়েকহাজার অসহায় দুস্থ্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।রোববার বিকেলে  
করোনাক্রান্তিতে নিম্ন আয়রে মানুষরে পাশে দাড়িয়েছে সাতমাথা কনজুমার্স কো-অপারেটিভ সোসাইটি লিঃ । এসময় র্কমহীন পরিবারগুলোর মাঝে চাল, তেল, আলু, লবণ, সাবান বিতরণ করেন ।
এমসয় তারা করোনা পরস্থিতিতে সমাজরে সকল স্তররে মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান । সম্মিলিত ভাবে সবাইকে এই মহামারি থেকে দেশকে, দেশের মানুষকে বাচাঁতে হবে বলে তারা জানান।
এসময় উপস্থিত ছিলেন মোঃ তছলিম উদ্দিন, সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ পীরগাছা উপজেলা শাখা, রংপুর মোঃ আলম মিয়া, চেয়ারম্যান, ১নং কল্যানী ইউনিয়ন পরিষদ পীরগাছা, রংপুর। মোঃ আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ ৩০ নং ওয়ার্ড, মহানগর, রংপুর মোঃ মালেক নিয়াজ আরজু, কাউন্সিলর, ৩০ নং ওর্য়াড, মহানগর, রংপুর মোঃ রেজাউল ইসলাম বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক, সিটি বাজার ব্যবসায়ী সমিতি, মোঃ নাজমুল হুদা, মোঃ আব্দুর রাজ্জাকসহ সদস্যবৃন্দরা ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com